Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হন্ডুরাসে মাছধরা জাহাজ ডুবে ২৬ জেলের মৃত্যু


৪ জুলাই ২০১৯ ১০:১২ | আপডেট: ৪ জুলাই ২০১৯ ১০:২৬

হন্ডুরাসে উপকূলীয় এলাকায় একটি মাছধরা জাহাজ ডুবে ২৬ জেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ক্যারিবিয় উপকূলের কাছে মসকিতিয়া অঞ্চলে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা কবলিত মাছধরা জাহাজটি থেকে আর ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে।

দেশটিতে সরকারিভাবে জারি থাকা দীর্ঘদিনের মাছধরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় জাহাজটিতে একসঙ্গে ৭০ জন জেলে সমুদ্রে গিয়েছেল।

তবে ঠিক কী কারণে জাহাজটি ডুবে গেছে তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সরকারি সূত্র।

স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, জাহাজটি ডুবে যাওয়ার সময় ক্যাপ্টেন এসওএস সিগনাল পাঠালেও কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জোসে মেজা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, মৃতদেহগুলো এবং যাদের জীবিত উদ্ধার করা হয়ছে তাদের পুয়ের্তো লেমপিরা শহরে নেওয়া হচ্ছে।

 সারাবাংলা/এমআই

২৬ জন নিহত টপ নিউজ মাছধরা জাহাজ হন্ডুরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর