রাজধানীর আজিমপুরে মসজিদে খাদেমের বস্তাবন্দি লাশ উদ্ধার
৪ জুলাই ২০১৯ ০১:৫২ | আপডেট: ৪ জুলাই ২০১৯ ০৯:৫৪
ঢাকা: রাজধানীর আজিমপুর কবরস্থান সংলগ্ন হানিফ মেয়র জামে মসজিদ থেকে মসজিদটির এক খাদেমের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে লালবাগ থানার পুলিশ বস্তাবন্দি লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তির নাম হানিফ ( ৪৫)।
লালবাগ থানার উপ পরিদর্শক (এএসআই) আবদুল কাদের জানান, সংবাদ পেয়ে মসজিদের দ্বিতীয় তলার পরিত্যাক্ত কক্ষ থেকে হানিফ নামে মসজিদের খাদেমের লাশ উদ্ধার করা হয়। বস্তাখুলে দেখা যায় তার পেটে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসআর/কেকে