Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংবিধান সংশোধন ছাড়া পশ্চিমবঙ্গের নাম বাংলা নয়’


৩ জুলাই ২০১৯ ১৫:২২ | আপডেট: ৩ জুলাই ২০১৯ ১৫:২৫

ভারতের পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তবে তা এখনই হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার (৩ জুলাই) রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, এজন্য সংসদে বিল পেশ ও সংবিধান সংশোধনী প্রয়োজন। খবর ইন্ডিয়া এক্সপ্রেসের।

এদিন লিখিত প্রশ্নে সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানতে চান, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিষয়টি কতদূর এগিয়েছে?

বিজ্ঞাপন

জবাবে প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, বিষয়টি এখনো সংসদে উত্থাপনই হয়নি। রাজ্যের নাম পরিবর্তনের জন্য সংসদে বিল পেশ করে সংবিধান সংশোধনী আনতে হয়। কিন্তু সেটা যেহেতু করা হয়নি, তাই নাম পরিবর্তনের বিষয়টি সেই বিল পেশের ওপরেই নির্ভর করছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নাম পাল্টে ‘বাংলা’ করার প্রস্তাব রাজ্য বিধানসভায় পাশ হয় ২০১৬ সালের অগস্টে। বিল পাশের পরেই তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে বিষয়টি দ্রুত নিষ্পত্তির অনুরোধ করেন মমতা। রাজনাথও তা বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দু’বছরে কার্যত তা কিছুই এগোয়নি।

সারাবাংলা/ এনএইচ

পশ্চিমবঙ্গ বাংলা মমতা ব্যানার্জী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর