Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুর মৃত্যু


৩ জুলাই ২০১৯ ১২:২০

আশুলিয়া (সাভার): গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ও দেয়াল ধসে আশুলিয়ায় তাসিম হোসেন নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত শিশু তাসিম নাজমুল হোসেনের ছেলে। এছাড়া আহতরা হলেন, আবুল কালাম, দিপু মিয়া, মৌসুমী আক্তার ও ৬ বছরের শিশু মিম। তারা সবাই এই বাড়ির ভাড়াটিয়া।

বুধবার (৩ জুলাই) সকালে আশুলিয়ার কাঠগড়ার দোকাটি এলাকায় হাজী আকবর আলীর মালিকানাধীন এক তলা ভবনে ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ডিইপিজেডের ফায়ার সার্ভিস দল ও থানা পুলিশ।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালে রান্না করতে গিয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে এক তলা ভবনের দুপাশের পাশের দেয়াল ধসে পড়েছে। এসময় দেয়ালের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু হয়েছে ও চারজন আহত হয়েছেন।

সারাবাংলা/এনএইচ

আশুলিয়া গ্যাসের লিকজ বিস্ফোরণ

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর