রিফাত হত্যা মামলার আরেক আসামি রিফাত ফরাজী গ্রেফতার
৩ জুলাই ২০১৯ ১১:১৩ | আপডেট: ৩ জুলাই ২০১৯ ১২:৩৫
ঢাকা: বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি রিফাত ফরাজীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোথা থেকে এবং কখন রিফাত ফরাজীকে গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে কিছু জানাননি পুলিশ সুপার। কারণ হিসেবে তিনি বলেন, যেহেতু মামলাটির আসামিদের ধরতে এখনো অভিযান চলছে তাই তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না।
বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমের সামনে রিফাতকে হাজির করা হয়।
এসময় বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর টানা সাতদিন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি ও অন্যতম অভিযুক্ত রিফাত ফরাজীকে গ্রেফতার করে পুলিশ। এখন পর্যন্ত মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি জয় চন্দ্র সরকার ওরফে চন্দন, ৯ নম্বর আসামি হাসান, ১১ নম্বর আসামি ওলি উল্লাহ ওলি, ১২ নম্বর আসামি টিকটক হৃদয়কে গ্রেফতার ও সন্দেহভাজন নাজমুল হাসান, তানভীর হোসেন, কামরুল হাসান সাইমুন, সাগর ও রাফিউল ইসলাম রাব্বিকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে তিনজনকে রিমান্ডে নেওয়া হয়েছে।
এই ঘটনায় দায়ের মামলার প্রধান আসামি নয়ন বন্ডের ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যুর পরদিনই গ্রেফতার হলেন আরেক আসামি।
উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী আয়েশাকে বরগুনা সরকারি কলেজে নিয়ে যান রিফাত। কলেজ থেকে ফেরার পথে মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ দুই যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। রিফাত শরীফের স্ত্রী আয়েশা দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
পরে স্থানীয় লোকজন রিফাতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রিফাত শরীফ মারা যান। সে রাতেই রিফাতের বাবা দুলাল শরীফ আটজনের নাম উল্লেখ করে বরগুনা সদর থানায় হত্যা মামলা করেন।
সারাবাংলা/এসএইচ/এসএমএন