Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১


৩ জুলাই ২০১৯ ১০:২৪ | আপডেট: ৩ জুলাই ২০১৯ ১২:৪৬

ঢাকা: রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রমজান (৩৭) নামের এক যুবক নিহত হয়েছে। সে ওই এলাকার ফরহাদ হত্যা মামলার প্রধান আসামি।

মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে বাড্ডার সাতারকুল এলাকায় ডিবি পুলিশের সঙ্গে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীর গুলি বিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। এরপর সাতারকুলের ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের পিছন থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নিহত রমজানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/পিটিএম

বন্দুকযুদ্ধ সাতারকুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর