Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পিনিং মিলের গুদামে লাগা আগুনে পুড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু


২ জুলাই ২০১৯ ২০:৫৫ | আপডেট: ২ জুলাই ২০১৯ ২১:২৬

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় অটোস্পিনিং মিলের তুলার গুদামে লাগা আগুনে পুড়ে এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। নিখোঁজ আছেন আরও পাঁচ জন।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার ফরিদপুর এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনসহ ১৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন এসি প্ল্যান্ট বিভাগের আনোয়ার হোসেন, সুজন মিয়া, রায়হান মিয়া ও মোহাম্মদ শাহজালাল।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক ও স্থানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ।
সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্পিনিং মিলের গুদামে থেমে থেমে আগুন জ্বলছে। আশপাশে হাজারো মানুষের ভিড়। দমকল বাহিনীর ১৪টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। সে সময় আশপাশে কোনও পানির উৎস না থাকায় দমকল বাহিনীকে বাধা পেতে হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, দুপুর আড়াইটার দিকে অটোস্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন তারা। পরে আশপাশের আরও কয়েকটি ফায়ার স্টেশন থেকেও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কারখানার মহাব্যবস্থাপক (জিএম) হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে কিছুই জানা যায়নি। আগুনে গুদামের প্রচুর তুলা পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণও জানা যায়নি। একজন নিরাপত্তাকর্মী আগুনে পুড়ে মারা গেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

আগুন টপ নিউজ নিরাপত্তাকর্মী স্পিনিং মিল