Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে প্রাণ গেল চাচা-ভাতিজার


২ জুলাই ২০১৯ ২০:১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে কামারখন্দের বানিয়াগাঁতীতে বাসের সঙ্গে পিকআপের ধাক্কা লেগে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- বানিয়াগাঁতী গ্রামের আবু তালেবের ছেলে পিকআপ চালক হিরণ আহমেদ (৪০) ও আশরাফুল ইসলামের ছেলে আতিকুর রহমান (৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ঢাকা থেকে রংপুরগামী এসআর ট্রাভেলসের একটি বাসের (ঢাকা মেট্রো-১৪-৪৭৬৪) সঙ্গে পিকআপ ভ্যানের (পাবনা নং-১১-০০৫৯) মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় পিকআপটি মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে আতিকুর রহমান মারা যায়। খবর পেয়ে পুলিশ গুরতর আহত চালককে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত দুটি যানবহন জব্দ করেছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

সারাবাংলা/এমএইচ

সড়ক দুর্ঘটনা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর