Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু


২ জুলাই ২০১৯ ১৮:৩৯ | আপডেট: ২ জুলাই ২০১৯ ১৮:৪৬

ঢাকা: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে লেকের পানিতে গোসল করতে নেমে সোহান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোহানের বাবা আহসান উল্লাহ জানান, খিলগাঁও মেরাদিয়া কবরস্থান রোডের একটি বাসায় তারা থাকেন। বনশ্রী আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করতো সোহান। স্কুল শেষে বন্ধুদের সঙ্গে দক্ষিণ বনশ্রী কাজিবাড়ি লেকের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানের অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

লেকের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর