Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে অস্ত্রসহ ৪ ‘ছিনতাইকারী’ গ্রেফতার


২ জুলাই ২০১৯ ১৫:১৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নগরীর কোতোয়ালী থানার সিআরবি মোড়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে থেকে সোমবার (১ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজন হলো- রবিউল ইসলাম রুবেল ওরফে প্রকাশ চাকমা রুবেল (২৮), বেলাল হোসেন (২২), দ্বীন ইসলাম (২৬) এবং মো. সুমন প্রকাশ ওরফে ভাগিনা ফারুক (২৫)।

তাদের কাছ থেকে একটি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ এবং একটি চাইনিজ কুড়াল ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন।

তিনি জানান, রুবেলের বিরুদ্ধে অস্ত্র-ডাকাতিসহ ১০টি, বেলালের বিরুদ্ধে ৩টি এবং দ্বীন ও সুমনের বিরুদ্ধে ২টি করে মামলা আছে।

গোয়েন্দা কর্মকর্তা আসিফ মহিউদ্দীন সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার চারজনই নগরীতে ছিনতাই-ডাকাতিতে জড়িত। বিভিন্ন সময় গ্রেফতার হয়ে কারাগারে গেলেও বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। ছিনতাইয়ের জন্য সিআরবি এলাকায় অবস্থানের খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছি।’

সারাবাংলা/আরডি/এমও

গোয়েন্দা পুলিশ ছিনতাইকারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর