জমিতে পড়ে ছিল নাম পরিচয়বিহীন কিশোরের মরদেহ
২ জুলাই ২০১৯ ১৪:৫০
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সদর উপজেলা থেকে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের বয়স আনুমানিক ১৫ বছর।
মঙ্গলবার (২ জুলাই) পঞ্চসার ইউনিয়নের চম্পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশের কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম জানান, সকালে স্থানীয়দের কাছে তারা জানতে পারেন যে একটি মরদেহ কৃষি জমিতে পড়ে আছে। কিন্তু যার মরদেহ তাকে চেনে না স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে এখন পর্যন্ত কিশোরের পরিচয় জানা যায়নি।
মরদেহের গলায় রশি পেচানো ছিল। উপপরিদর্শক বলেন, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে এখানে তার মরদেহ ফেলে গেছে দুর্বত্তরা। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রথমেই কিশোরের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
সারাবাংলা/এসএমএন