এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত
২ জুলাই ২০১৯ ১৩:৫৮ | আপডেট: ২ জুলাই ২০১৯ ১৪:০১
ঢাকা: এখনো শঙ্কামুক্ত নন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোটভাই জি এম কাদের। এরশাদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়নি বলেও দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক বিফ্রিংয়ে জি এম কাদের এসব কথা বলেন।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘তিনি কালকের মতো আজকেও একই অবস্থায় আছেন। কালকের মতো অবস্থা অপরিবর্তিত আছে। ডাক্তাররা আশাবাদী। ফুসফুস ও কিডনির সমস্যা সার্বিকভাবে ভালো বলা যায়, তবে তিনি শঙ্কামুক্ত নন। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। দুই ঘণ্টা স্বাভাবিক অক্সিজেন ও দুই ঘন্টা প্রেশার দিয়ে অক্সিজেন দিচ্ছেন চিকিৎসকরা।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, নাকে শ্বাস-প্রশ্বাস যন্ত্র লাগানোর মতো অবস্থায় এরশাদ এখনো যাননি।
এরশাদ সংকটাপন্ন, অবস্থা অপরিবর্তিত
এরশাদ কি ডাকলে সাড়া দিচ্ছেন?
সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জি এম কাদের বলেন, ‘উনি তন্দ্রা ও ঘুমের মতো একটা অবস্থায় আছেন। ডাকলে চোখ মেলছেন, তবে তিনি কতোটা বুঝতে পারছেন তা আমরা বুঝতে পারছি না।’
এরশাদের শারীরিক অবস্থা নিয়ে ফেসবুকে গুজব না ছড়াতেও সবার প্রতি অনুরোধ জানান তার ছোটভাই। তিনি বলেন, ‘এতে দলের নেতাকর্মীরা এতে কষ্ট পাচ্ছেন। আমরা প্রতিদিন আপনাদের আপডেট জানাবো। প্রয়োজন হলে আইএসপিআর থেকে নিয়মিত এরশাদের স্বাস্থ্যের বুলেটিন পাঠানো হবে।’
তবে আপাতত জাতীয় পার্টি থেকে যে তথ্য জানানো হবে তার ওপরেই ভরসা করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান জি এম কাদের।
রক্তে হিমোগ্লোবিন ও লিভারে দীর্ঘ দিনের সমস্যার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বুধবার (২৬ জুন) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন এরশাদ। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/ইএইচটি/এসএমএন