টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্য নিহত
২ জুলাই ২০১৯ ১২:০৫ | আপডেট: ২ জুলাই ২০১৯ ১২:০৬
কক্সবাজার: জেলার টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল হামিদ প্রকাশ নামে ইউনিয়ন পরিষদের এক সদস্য নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৪টি এলজি, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ জুলাই) ভোর রাতে টেকনাফের মহেশখালীয়াপাড়ার নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হামিদ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়ার মৃত মোহাম্মদ হাসেমের ছেলো। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।
পুলিশের দাবি, হামিদ গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত ইয়াবা কারবারী। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, ইয়াবা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযানে যায় পুলিশ। এসময় হামিদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে হামিদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/এমও