কদম হাসে ওদের মুখে
২ জুলাই ২০১৯ ০৯:০৯ | আপডেট: ২ জুলাই ২০১৯ ০৯:১৪
রমনা পার্কের লেকের সবুজ পানিতে ছায়া পড়েছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা কদম ফুলের।
ঋতু রাণী বর্ষার সৌন্দর্য শতগুণে যেন বাড়িয়ে দেয় কদম ফুল। বর্ষায় কদমের মঞ্জুরি বেঁয়ে পড়া বৃষ্টি যেন তার কান্নার মতো।
ইট-পাথরের শহরে কদম ফুলের দেখা পাওয়া দুষ্কর হলেও অপ্রত্যাশিত নয়। রমনা পার্ক বা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খুঁজলেই মিলবে কদমের দেখা।
এ মৌসুমে পথশিশুরা কিছুটা বাড়তি আয় করছে এই ফুল বিক্রি করে। ফুল শুধু যে চোখকে শান্তি দেয় তা নয়, ফুল যেন শান্তি দেয় কিছু ক্ষুধার্ত পেটকেও।
ছবি – আব্দুল্লাহ আল মামুন এরিন
সারাবাংলা/এ এএমএ /কেএ