রিফাত হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ফের রিমান্ডে ৩ জন
১ জুলাই ২০১৯ ১৯:৩৭ | আপডেট: ১ জুলাই ২০১৯ ২০:১১
বরগুনা: রিফাতকে হত্যার দায় স্বীকার করে আদালতে দুই আসামি জবানবন্দি দিয়েছেন। সোমবার (১ জুলাই) দুপুর ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে আসামিদের হাজির করে পুলিশ।
তানভীর এবং ওলি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাদের কারাগারে নেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে সাগর, হৃদয় ও নাজমুলের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, তানভীর, সাগর, হৃদয় ও ওলি সাত দিন এবং নাজমুল তিন দিনের রিমান্ডে ছিল। রিফাত হত্যায় এ পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার (২৬ জুন) সকালে বরগুনা সরকারি কলেজের সামনের রাস্তায় প্রকাশ্যে সবার সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। তার স্ত্রী বাধা দিলেও আটকাতে পারেননি হামলাকারীদের। রিফাতের পরিবারসহ স্থানীয় সবাই বলছেন, নয়ন বন্ডের নেতৃত্বে তার সহযোগীরাই রিফাতকে হত্যা করেছে। এ ঘটনায় নয়ন বন্ডসহ ১২ জনের নাম উল্লেখ করে ও আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন রিফাতের বাবা।
আরও পড়ুন-
রিফাত হত্যা মামলায় ৪ জন গ্রেফতার
রিফাত হত্যার বিচার চাইলেন মুশফিকও
বিশ্বজিৎ থেকে রিফাত: বিচারহীনতার দীর্ঘ কালো ছায়া
বরগুনার ডিসি-এসপির পদক্ষেপ জানতে চান আদালত
রিফাত হত্যাকাণ্ড মানেই আইনশৃঙ্খলার অবনতি নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
রিফাত হত্যা: আসামি ধরতে সীমান্তে রেড অ্যালার্ট জারির নির্দেশ
কেউ প্রতিবাদ করলেন না, সমাজ কোথায় যাচ্ছে? প্রশ্ন হাইকোর্টের
রিফাত হত্যা: ০০৭ গ্রুপের সেই সাগর গ্রেফতার
প্রকাশ্যে হামলা, স্বামীকে বাঁচাতে পারলেন না স্ত্রী
বরগুনার ‘০০৭ গ্রুপে’র সাগর পুলিশে চাকরি পাচ্ছে!
‘০০৭’ গ্রুপের মিশন, রিফাত হত্যা পরিকল্পনা আগের রাতেই
সারাবাংলা/এটি