Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা


১ জুলাই ২০১৯ ১৮:৩৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না এ ঘোষণা দেন।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন শহরের শহীদ এম. মুনসুর আলী অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কয়েকজন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আগত সকলকে শপথ পাঠান করান অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টিএম সোহেল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, হাজী ইসহাক আলী, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সাংবাদিক হেলাল উদ্দিন প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

মাদকমুক্ত সদর উপজেলা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর