Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় একে-২২ রাইফেল উদ্ধার, আটক ২


১ জুলাই ২০১৯ ১৭:১৪

ঢাকা: রাজধানী ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে একটি একে-২২ রাইফেল উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটিটিসি) ইউনিট। অস্ত্রটি হাতবদলের সময় ২ জনকে আটক করা হয়েছে।

রোববার (৩০ জুন) রাতে সায়েদাবাদ বাস টার্মিনালের সামনে একটি পরিত্যাক্ত জায়গায় অস্ত্রটি হাতবদলের সময় উদ্ধার করে সিটিটিসি। এ সময় রাইফেলের ২টি ম্যাগজিন ও ৩০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। পাশাপাশি দুজনকে আটক করে পুলিশ। আটক দুজন হলেন- সাঈদুল ইসলাম ও কামাল হোসেন।

বিজ্ঞাপন

সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযানটি চালানো হয়। অস্ত্রটি হাতবদলের জন্য ঘটনাস্থলে ৬ জন উপস্থিত হয়েছিল। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ জন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছে, তারা পেশাদার অস্ত্র ব্যবসায়ী। অস্ত্রটি হাতবদলের জন্য তারা এখানে এসেছিল।

তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা করে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে পেলে তাদের উদ্দেশ্য জানা যাবে।

একে-২২ অস্ত্রটি সোভিয়েত রাশিয়াতে তৈরি। এর ওজন প্রায় সাড়ে চার কেজি। বাংলাদেশে এর দাম প্রায় সাড়ে ৬ লাখ টাকা। বিভিন্ন যুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হয়। এই মডেলের রাইফেল দিয়ে ৩ বছর আগে গুলশানের হলি আর্টিসানে জঙ্গিরা নিরীহ মানুষকে হত্যা করে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

একে-২২ রাইফেল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর