Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ১০


১ জুলাই ২০১৯ ১৪:১১ | আপডেট: ১ জুলাই ২০১৯ ১৫:২৪

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুই ইঞ্জিনের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন মারা গেছেন। স্থানীয় সময় রোববার (৩০ জুন) ডালাসের অ্যাডিসন বিমানবন্দরের রানওয়ে থেকে বিমানটি উড্ডয়নের কিছু সময় পর এই দুর্ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ২ ক্রু ও ৮ বিমানযাত্রী ছিলেন। এটি ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিল।

শহরের মুখপাত্র এডওয়ার্ড মার্টেল বলেন, উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয় ও তৎক্ষণাৎ আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদূর উড়ার পর বিমানটি ‘শক্তি হারিয়ে’ ফেলে এবং নিচে পড়ে যায়।

এদিকে দ্য ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এটি ছিল কিং এয়ারের বিই-৩৫০ মডেলের বিমান। বিমান বিধ্বস্তের স্থানটিতে অনুসন্ধান দল পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএইচ

টপ নিউজ বিমান বিধ্বস্ত যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর