ভারতে বাস খাদে পড়ে ৩৩ জনের মৃত্যু
১ জুলাই ২০১৯ ১২:৪৭ | আপডেট: ১ জুলাই ২০১৯ ১৩:১২
ভারতের জম্মু ও কাশ্মীরে যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে ৩৩ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে কিসতওয়ার জেলায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি কিসওয়ান থেকে কিসতওয়ার যাচ্ছিল। খবর এনডিটিভির।
কিসতওয়ার জেলার ডেপুটি কমিশনার আংরেজ সিং রানা এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে বাস দুর্ঘটনায় হতাহতের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।
প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মোদি টুইটারে লেখেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় মর্মাহত হয়েছি। যারা জীবন হারিয়েছে, তাদের ও পরিবারের প্রতি সহমর্মিতা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা।
আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় জম্মু ও কাশ্মীরে চালকদের অসাবধানতার কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। কিসতওয়ারতে সড়ক দুর্ঘটনায় স্থানীয় পুন্চ জেলায় কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত শিক্ষাভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
সারাবাংলা/ এনএইচ