Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণ ব্যবসায়ীদের হাত ধরে চট্টগ্রাম চেম্বারের নতুন পথচলা শুরু


৩০ জুন ২০১৯ ২১:২৮ | আপডেট: ৩০ জুন ২০১৯ ২১:২৯

চট্টগ্রাম ব্যুরো: দেশের শতবর্ষী ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন নেতৃত্বের পথচলা শুরু হয়েছে। চতুর্থবারের মতো নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম এবং কমিটিতে প্রথমবারের মতো আসা তরুণ ব্যবসায়ীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। একইসঙ্গে দায়িত্বও গ্রহণ করেছে নতুন কমিটি।

রোববার (৩০ জুন) নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেম্বারের সাবেক সভাপতি ও সংসদ সদস্য এম এ লতিফ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিদায় কমিটির সিনিয়র সহসভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম ও সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ এবং নতুন সিনিয়র সহসভাপতি ওমর হাজ্জাজ ও সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন।

প্রথমবারের মতো পরিচালকের দায়িত্ব পাওয়া তরুণ ব্যবসায়ী বেনাজির চৌধুরী নিশান, এম মহিউদ্দিন চৌধুরী, নাজমুল করিম চৌধুরী শারুন, সৈয়দ মোহাম্মদ তানভীর, সালমান হাবীব, সাকিফ আহমেদ সালাম এবং শাহজাদা মো. ফৌজুল আলেফ খানও বক্তব্য রাখেন।

এছাড়া বিদায় কমিটির পরিচালকদের মধ্যে এ কে এম আক্তার হোসেন, কামাল মোস্তফা চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জহুরুল আলম, ছৈয়দ ছগীর আহমদ, সরওয়ার হাসান জামিল, মো. রকিবুর রহমান টুটুল, হাসনাত মো. আবু ওবাইদা, মো. শাহরিয়ার জাহান, মুজিবুর রহমান এবং আবদুল মান্নান সোহেল বক্তব্য রাখেন।

এম এ লতিফ বলেন, ‘বর্তমান বিশ্বে তরুণরাই নেতৃত্ব দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নবীনদের প্রাধান্য দিয়ে মন্ত্রীসভা গঠন করেছেন। প্রধানমন্ত্রীর এই দৃষ্টান্ত অনুসরণ করে নবীন-প্রবীণের সমন্বয়ে চট্টগ্রামে চেম্বারের পরিচালকমণ্ডলী নির্বাচিত হয়েছেন। চট্টগ্রামের বনেদি ব্যবসায়ী পরিবারের তরুণরা এসেছেন। আশা করি তারা সবার আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে দেশের অর্থনীতিতে চট্টগ্রাম চেম্বারের অবদান সর্বাধিক এবং স্বতন্ত্র। দেশের ব্যবসা-বাণিজ্যে যেকোনো সমস্যা সমাধানে কার্যকর প্ল্যাটফর্ম এই চেম্বার। প্রধানমন্ত্রীর জাতীয় উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে চেম্বারের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘চট্টগ্রামের বাণিজ্যিক ঐতিহ্য হাজার বছরের। বাণিজ্য সংগঠন হিসেবে চট্টগ্রাম চেম্বারের পথচলা শত বছরের। সেই ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে চেম্বারকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।’

তরুণ ব্যবসায়ী নতুন সিনিয়র সহসভাপতি ওমর হাজ্জাজ বলেন, ‘দেশের ব্যবসা-বাণিজ্যের আধুনিকায়নে চট্টগ্রাম চেম্বারের কাজ করার অনেক সুযোগ আছে। এই চেম্বার ভবিষ্যতে ব্যবসায়ীদের জন্য নতুন নতুন অনেক সুযোগ-সুবিধা সৃষ্টি করতে পারবে।’

নতুন সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘বিবিআইএন, চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড, বিসিআইএম- এসব আঞ্চলিক ফোরামের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। তাই এসব ক্ষেত্রে চেম্বারের অবদান রাখার সুযোগ আছে।’

সারাবাংলা/আরডি/এমআই

তরুণ ব্যবসায়ী পথ চলা ‍শুরু ব্যবসায়ী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর