স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান শিক্ষক রিমান্ডে
৩০ জুন ২০১৯ ১৮:৫৭
ঢাকা: রাজধানীর কামরাঙ্গীর চরে স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩০ জুন) ওই শিক্ষককে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গতকাল শনিবার (২৯ জুন) কামরাঙ্গীর চর থানায় ছাত্রীর মা বাদি হয়ে মামলাটি করেন। ওই রাতে ছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিন ফকির জানান, গত তিন মাস ধরেই বিভিন্ন অজুহাতে ওই ছাত্রীকে ধর্ষণ করতো শিক্ষক সিরাজুল ইসলাম। গত ২৪ জুন ধর্ষণের খবর ছাত্রীর কয়েকজন বান্ধবী জানতে পেরে তার মাকে জানায়। পরে ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা করেন। মামলার পর সিরাজুল ইসলামকে নবীনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, রোববার অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠানো হয়েছিল। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এসএসআর/এমও