Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উবার চালক হত্যা মামলায় ৩ আসামি রিমান্ডে


৩০ জুন ২০১৯ ১৮:৩১

ঢাকা: রাজধানীর উত্তরায় উবার চালক আরমানকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তিন আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৩০ জুন) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলো- আবিদ আল সিজান , শরীফুল ইসলাম ও সজীব।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মেহেদী হাসান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা এ হত্যাকাণ্ড সংঘবদ্ধভাবে ঘটিয়েছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে। ঘটনার সঙ্গে আরও অজ্ঞাতনামা আসামি জড়িত আছে বলে জানা যায়। তাদের নাম-ঠিকানা সংগ্রহ ও গ্রেফতারে আসামিদের এ রিমান্ড চান তদন্ত কর্মকর্তা।

অপরদিকে, আসামিদের পক্ষে কোন আইনজীবী ছিলেন না।

উল্লেখ্য, গত ১৪ জুন উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ৭১ নম্বর বাড়ির সামনে একটি এলিয়েন গাড়ির ভেতর থেকে উবার চালক আরমানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় নিহতের স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/এমও

উবার উবার চালক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর