চট্টগ্রামে ৩ টন পলিথিন শপিং ব্যাগ জব্দ
৩০ জুন ২০১৯ ১৫:২৮ | আপডেট: ৩০ জুন ২০১৯ ১৬:৩০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি গুদামে অভিযান চালিয়ে তিন মেট্রিক টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদফতর।
রোববার (৩০ জুন) সকালে পরিবেশ অধিদফতরের মহানগরের একটি টিম নগরীর কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারে গুদামটিতে অভিযান চালায়।
পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক (মহানগর) সংযুক্তা দাশগুপ্তা সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মো. ফারুক নামে একজনের মালিকানাধীন গুদামটিতে অভিযান চালানো হয়। গুদামে উৎপাদন নিষিদ্ধ তিন মেট্রিক টন পলিথিন শপিং ব্যাগ পাওয়া যায়। সেগুলো জব্দ করে পরিবেশ অধিদফতরে নেওয়া হয়েছে।
অভিযুক্ত গুদাম মালিককে সোমবার (১ জুলাই) পরিবেশ অধিদফতরে এ সংক্রান্ত শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানান সংযুক্তা।
সারাবাংলা/আরডি/টিআর