রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র
৩০ জুন ২০১৯ ১৭:০৩ | আপডেট: ৩০ জুন ২০১৯ ১৮:২৫
ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে প্রস্তাব দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের এশিয়া প্রশান্ত-মহাসাগরীয় উপকমিটির চেয়ারম্যান ব্রাড শেরম্যান।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে গত ১৩ জুন পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়ার জন্য বাজেট বিষয়ক শুনানিতে তিনি এ প্রস্তাব দেন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি ব্রাড শেরম্যান বলেন, ‘সুদান আর মিয়ানমারের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নাই। যুক্তরাষ্ট্র সুদান থেকে দক্ষিণ সুদানকে আলাদা করে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন জানায়। তাই একই কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য একই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে হবে।’
জানা গেছে, ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিত্বকারী কূটনীতিকেরা অবশ্য কংগ্রেসম্যান শেরম্যানের বক্তব্যকে সমর্থন বা নাকচ কোনোটিই করেননি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের একান্ত নিজস্ব মন্তব্য। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’
সারাবাংলা/জেআইএল/একে
আরও পড়ুন
‘রোহিঙ্গারা ফিরে না গেলে স্থিতিশীলতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে’
নিরাপত্তাহীনতার কারণেই রোহিঙ্গারা মিয়ানমারে যেতে চাচ্ছে না’
থাইল্যান্ডে আসিয়ান সম্মেলন, ঘুরে ফিরে আসছে রোহিঙ্গা ইস্যু
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ অনেক কিছুই গোপন করেছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ব্রাড শেরম্যান মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমার রাখাইন