মৃত ভেবে যুবলীগ নেতাকে খালে ফেলে গেল দুর্বৃত্তরা
৩০ জুন ২০১৯ ১৫:৩৭ | আপডেট: ৩০ জুন ২০১৯ ১৫:৪২
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় মিরুখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স মাহামুদ (৩৬) কে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মৃত ভেবে তাকে একটি খালে ফেলে চলে যায় তারা।
শনিবার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মিরুখালী ইউনিয়নের কাটাখালী বাজারে এ ঘটনা ঘটে।
আহত প্রিন্স মাহামুদ উপজেলা বড়শৌলা গ্রামের আবসরপ্রাপ্ত শিক্ষক কবির হোসেন মোল্লার ছেলে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ জানান, প্রিন্স মাহমুদের ওপর হামলার ঘটনায় গতরাতেই সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর গাজী (৫০) ও আনোয়ার হোসেন (৪০) নামে দুইজনকে আটক করা হয়েছে।
ঘটনা সম্পর্কে উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ বলেন, কাটাখালী বাজারে প্রিন্সের নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে। গতরাত সাড়ে ১০টার দিকে সেটি বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয় ও কুপিয়ে যখম করে। এক পর্যায়ে তাকে মৃত ভেবে মোটরসাইকেলসহ খালে ফেলে দেয় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা প্রিন্সকে খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন।
সারাবাংলা/এসএমএন
টপ নিউজ মঠবাড়িয়ায় মিরুখালী ইউনিয়ন যুবলীগ নেতা যুবলীগ নেতা হত্যা চেষ্টা