Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২শ কেন্দ্রে শতভাগ ভোট পড়া স্বাভাবিক নয়, স্বীকার সিইসি’র


৩০ জুন ২০১৯ ১৪:৪৮ | আপডেট: ৩০ জুন ২০১৯ ১৪:৪৯

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক কেন্দ্রে শতভাগ ভোট পড়ার ঘটনা স্বাভাবিক ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তবে ওই নির্বাচনের গেজেট প্রকাশ হওয়ায় এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই বলেও মন্তব্য তার।

রোববার (৩০ জুন) সকালে রাজধানীর লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফল সম্প্রতি প্রকাশ করেছে ইসি। তাতে দেখা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দুইশরও বেশি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ভোটের পরপরই ফল গেজেট আকারে প্রকাশ হয়ে যায়। গেজেট প্রকাশের পর ইসির কিছু করার থাকে না। তাই খতিয়ে দেখার সুযোগ নেই।

নূরুল হুদা আরও বলেন, প্রিজাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তারা যেহেতু এ বিষয়ে আগে কিছু জানাননি, তাই এখন ইসির কিছু করার নেই। আদালতে মামলা করলে আদালত যদি নির্বাচন বাতিল করে আবার নির্বাচন দিতে বলে, সেটি আদালতের এখতিয়ার।

ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম উদ্বোধন করে পরবর্তী নির্বাচনগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কথা বলেন সিইসি নুরুল হুদা। তিনি বলেন, ভোটে অনিয়ম দূর করতে এখন থেকে ইভিএমে ভোট নেওয়া হবে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৫৮টি ও জোট হিসেবে আসন পেয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওই নির্বাচনে বিএনপি ও ওই সময় গড়ে তোলা নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টের মাত্র আট জন জয় পান। এর মধ্যে বিএনপর ছয় জন।

বিজ্ঞাপন

ফাইল ছবি

সারাবাংলা/জিএস/টিআর

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে এম নুরুল হুদা টপ নিউজ শতভাগ ভোট সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর