Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসি মোয়াজ্জেমের অভিযোগ গঠন বিষয়ে শুনানি দুপুরে


৩০ জুন ২০১৯ ১২:২৩ | আপডেট: ৩০ জুন ২০১৯ ১২:৩১

ঢাকা: ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহানের জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর মামলায় সোনাগাজী থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের অভিযোগঠনের বিষয়ে শুনানি আজ। রোববার (৩০ জুন) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে এই শুনানি হবে।

সকালে  ওসি মোয়াজ্জেমকে পুলিশের গাড়ীতে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়েছে। তাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা সাইবার ট্রাইবুন্যাল আদালতের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম সারাবাংলাকে বলেন, দুপুর ২টার দিকে ওসি মোয়াজ্জেমকে সাইবার ট্রাইবুন্যাল আদালতে  নেওয়া হবে। তার উপস্থিততেই চার্জগঠন বিষয়ে শুনানি হবে।

এর আগে গত ২৪ জুন ওসি মোয়াজ্জেম হোসেনকে জেল কোড অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: জামিন নাকচ, ওসি মোয়াজ্জেম কারাগারে

গত ১৬ জুন বিকেলে হাইকোর্ট এলাকা থেকে আটক হওয়ার পর ওসি মোয়াজ্জেম শাহবাগ থানা পুলিশের হেফাজতে ছিলেন। এরপর ১৭ জুন সাবেক ওসি মোয়াজ্জেমের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারিক আদালত।

এর আগের গত ২৭ মে ওসি মোয়াজ্জেম হোসেনের দায়ের করা মামলায় একই আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এদিন মামলার বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

সোনাগাজীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি থানায় অভিযোগ দিতে আসার পর তাকে আপত্তিকর প্রশ্ন করা ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

গত ১৫ এপ্রিল মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এই আবেদন গ্রহণ করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

এর আগে, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ রুমে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে রয়েছেন। কারাগারে থেকেই নুসরাতের পরিবারকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকেন সিরাজ। তবে মামলা তুলে না নিলে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অধ্যক্ষের সহযোগীরা।

গত ১০ এপ্রিলের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নুসরাতের।

সারাবাংলা/এআই/জেডএফ 

ওসি মোয়াজ্জেম টপ নিউজ শুনানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর