Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিপণের টাকা দিয়েও কলেজছাত্রকে পায়নি পরিবার


৩০ জুন ২০১৯ ০৩:০৪

ময়মনসিংহ: নটর ডেম কলেজ ময়মনসিংহ শাখার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাফায়েত আল হোসাইন (১৭) গত ২৫ জুন থেকে নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৯) জুন কয়েকটি মোবাইল নম্বর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি কল করে মুক্তিপণ চাইলে পাঁচটি বিকাশ নম্বরে দেড় লাখ টাকাও পাঠিয়েছেন বলে জানান আফজাল খান রিপন। কিন্তু অপহরণকারীরা সাফায়েতকে ফেরত দেয়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, সাফায়েত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা গ্রামের আফজাল খান রিপনের বড় ছেলে। তার পড়াশোনার জন্য আফজাল খান পরিবার নিয়ে নগরীর বাউন্ডারি রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। গত মঙ্গলবার সকালে কলেজে যায় সাফায়েত। দুপুরের পরও বাসায় না ফেরায় আত্মীয়স্বজন ও বন্ধুদের বাসায় খোঁজাখুঁজি করা হয়। কোনো সন্ধান না পেয়ে মঙ্গলবার রাতেই থানায় জিডি করা হয়।

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার বিকেলে অজ্ঞাতপরিচয় ব্যক্তি কয়েকটি মোবাইল নম্বর থেকে কল করে সাফায়েতের মুক্তির জন্য দেড় লাখ টাকা দাবি করে এবং সন্ধ্যার পর শহর বাইপাস সড়কের পাশে সাফায়েতকে রেখে যাবে বলে জানায়। এ সময় তাদের দেওয়া পাঁচটি বিকাশ নম্বরে দেড় লাখ টাকা পাঠান সাফায়েতের বাবা আফজাল খান। কথা মতো তিনি সন্ধ্যার পর শহর বাইপাস সড়কে গিয়ে ছেলেকে পাননি। এরপর থেকেই ওই নম্বরগুলো বন্ধ রয়েছে। বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, সাফায়েতকে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। অপরহণকারীদের মোবাইল নম্বর ট্র্যাকিং করা হচ্ছে। বিকাশ নম্বরগুলো ময়মনসিংহ জেলার নয় বলে তিনি জানান।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

কলেজছাত্র ময়মনসিংহ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর