Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির প্যাকেজ কর্মসূচি আসছে: ফখরুল


২৯ জুন ২০১৯ ২২:২৯ | আপডেট: ২৯ জুন ২০১৯ ২২:৩৩

ঢাকা: বিএনপির চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্যাকেজ কর্মসূচি আসছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ জুন) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য চলমান আন্দোলনকে আরও বেগবান করার জন্য এবং অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আজকের সভা।’

‘চার সপ্তাহের মধ্যে কর্মসূচি দেওয়ার কথা ছিল। সে কর্মসূচি কবে নাগাদ দেওয়া হবে?’— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘এ ব্যাপারে আমরা কাজ করছি। আগামী চার সপ্তাহের মধ্যেই কর্মসূচিগুলো আসবে।’

বরগুনা রিফাত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সভায় রিফাত হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। সাম্প্রতিককালে এই ধরনের হত্যাকাণ্ড আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী তথা সরকারের ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিচ্ছে বলে সভা মনে করে। যেহেতু এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাই কোনো জবাবদিহিতা নেই।’

ক্রমান্বয়ে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলেছে মন্তব্য করে তিনি বলেন, ‘একটা চরম অর্থনৈতিক, রাজনৈতিক ও সমাজিক সংকট বিরাজ করছে দেশে। সভা মনে করে, এই সংকট নিরসনের একমাত্র উপায় হচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ রাজনৈতিক কারণে যে সমস্ত নেতাকর্মীদের বন্দি করে রাখা হয়েছে তাদের মুক্তি এবং অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সংসদ গঠন করা।’

বিজ্ঞাপন

বয়সসীমা তুলে দেওয়ার দাবিতে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের আন্দোলনে সৃষ্ট সংকট সমাধানে বিএনপি কী ধরনের উদ্যোগ নিচ্ছে?— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব পালন করবেন। তারাই পরবর্তী সময়ে আপনাদেরকে বিষয়টি সম্পর্কে জানাবেন।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরিয়ে নেওয়ার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘ উনি এই ধরনের কথা প্রায়ই বলেন। এই ধরনের কথা আগেও বলেছেন। আমরা মনে করি যে, তাদের যে রাজনৈতিক দেউলিয়াপনা, এসব তারই বহিঃপ্রকাশ।’

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া বৈঠকে লন্ডন থেকে স্কাইপিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যুক্ত ছিলেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ প্যাকেজ কর্মসূচি বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর