‘সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে’
২৯ জুন ২০১৯ ২১:২৭
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্প্রীতির এ বন্ধন অটুট রাখতে হবে। কোনো অশুভ শক্তি যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
শনিবার (২৯ জুন) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় কালাচান সরকারের দূর্গা মন্দিরে রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিতে ধর্মীয় উৎসব পালন করতে পারেনি। এখন আবার জঙ্গিরা হিন্দু-মুসলিম ধর্মের মধ্যে বিরোধ সৃষ্টি করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হাতে জঙ্গিবাদ দমন করছেন। মাদকের বিরুদ্ধেও জিরো ট্রলারেন্স ঘোষণা রয়েছে প্রধানমন্ত্রীর। জঙ্গিদের মতো মাদক ব্যবসায়ীদেরও দমন করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তবেই দেশ জঙ্গি ও মাদকমুক্ত হবে।’
রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গণেশ চন্দ্রপালের সভাপতিত্বে ও উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ গোপাল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রী জয়ন্ত সেন দিপু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক শ্রী দ্বীগেন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শ্রী রবি রায় প্রমুখ।
সারাবাংলা/পিটিএম
গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) টপ নিউজ বস্ত্র ও পাটমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি