Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি, স্কুল শিক্ষকের জেল


২৯ জুন ২০১৯ ১৮:১৪

রাজশাহী: রাজশাহীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডিত শিক্ষকের নাম বিপুল কুমার প্রামানিক। তিনি উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে সহকারী শিক্ষক ও হলুদঘর গ্রামের বাসিন্দা।

শনিবার (২৯ জুন) বিকেল ৪টার দিকে জেলার বাগমারায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম এই দণ্ড দেন।

বিজ্ঞাপন

একইসঙ্গে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের অন্য শিক্ষকদের বদলী ও বিদ্যালয় পরিচালনা পরিষদের কার্যকরি কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম সাংবাদিকদের বলেন, শিক্ষক বিপুল আজ দুপুরের দিকে বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন। বাড়ি ফিরে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায় ওই ছাত্রী। পরে তার পরিবারের সদস্যরা স্কুলে গিয়ে বিপুল কুমারকে মারধর করেন ও সেখানে একটি কক্ষে তাকে আটকে রাখেন। বিপুল নিজের দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দওয়া হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সাজাপ্রাপ্ত বিপুল কুমারকে থানায় নেওয়া হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁর কারাগারে পাঠানো হবে।

সারাবাংলা/এসএমএন

ছাত্রীকে যৌন হয়রানি যৌন হয়রানি শিক্ষকের কারাদণ্ড

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর