Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১০৭ জন ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ গেজেট ও সনদ বাতিল


২৯ জুন ২০১৯ ১৩:৩২ | আপডেট: ২৯ জুন ২০১৯ ১৪:৩৩

ঢাকা: তিন হাজার ১০৭ জন ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ গেজেট ও সনদ বাতিল করা হয়েছে বলে সংসদকে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার (২৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

মন্ত্রী জানান, যাদের গেজেট ও সনদ বাতিল করা হয়েছে তাদের নামের তালিকা সংসদে উপস্থাপন করা হয়নি। গত ১০ বছরে বাদ পড়া ৪ হাজার ১৮৮ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্তির জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএএম

টপ নিউজ মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর