Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মরণেও করে গেলেন দান’


২৯ জুন ২০১৯ ১৩:২৬ | আপডেট: ২৯ জুন ২০১৯ ১৩:৪৫

ঝর্ণাধারা চৌধুরী

ঢাকা: ঝর্ণাধারা চৌধুরী -যিনি সারাজীবন নিজেকে বিলিয়ে দিয়েছেন সমাজসেবায়, মৃত্যুর পরও তার দেহদান করা হলো মানব কল্যাণে। শনিবার (২৯ জুন) সকাল ৯টায় তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ) কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয় উপাচার্য কনক কান্তি বড়ুয়া সারাবাংলাকে বলেন, আজ সকাল ৯টায় গান্ধী আশ্রমের নির্বাহী কর্মকর্তা রাহা নবকুমার আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে মরদেহ হস্তান্তর করেন। অ্যানাটমি বিভাগ তা রিসিভ করেছে। এখন আমাদের শিক্ষার্থী ও শিক্ষকরা তার এই মরদেহ দিয়ে গবেষণা করতে পারবেন। এর ফলে সারাজীবন যিনি মানবসেবায়  নিজেকে উৎসর্গ করেছেন ভবিষ্যতেও মানবতার কল্যাণেই আসবে তার এই দেহদান।

বিজ্ঞাপন

এই সময় ঝর্ণাধারা চৌধুরীর পরিবারের সদস্যরাও সেখানে ছিলেন।

গত বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঝর্ণাধারা চৌধুরী। তিনি নোয়াখালীর সোনাইমুড়ীর গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সচিব ছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

ঝর্ণাধারা চৌধুরী দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১ জুন মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পরদিন তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গান্ধীবাদী চেতনায় বিশ্বাসী ঝর্ণাধারা চৌধুরী সমাজসেবার জন্য বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পান।

সারাবাংলা/জেএ/জেডএফ 

ঝর্ণাধারা চৌধুরী দেহদান বিএসএমএমইউ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর