পুনেতে দেয়াল ধসে ১৫ জনের মৃত্যু
২৯ জুন ২০১৯ ০৯:১০ | আপডেট: ২৯ জুন ২০১৯ ০৯:১৪
ভারী বৃষ্টিপাতের ফলে ভারতের পুনেতে টিনের ঘরের ওপর সীমানা দেয়াল ধসে পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ জুন) সকালে কোন্দহা এলাকায় তালাব মসজিদের পাশে এই দুর্ঘটনা ঘটে। আরও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডে।
কর্তৃপক্ষ জানায়, ৬০ ফুট উঁচু দেয়ালটি বৃষ্টির কারণে পার্শ্ববর্তী টিনের ঘরে ধসে পড়ে। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ, ১ জন নারী ও ৪ শিশু রয়েছেন।
পুনের ডিস্ট্রিক্ট কালেক্টর নাভাল কিশোর রাম বলেন, কনস্ট্রাকশন কোম্পানি ওই স্থাপনা নির্মাণে অবহেলা দেখিয়েছে। ১৫ জনের মৃত্যু সহজ কোনো ব্যাপার নয়। সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা দিবে।
নিহতদের অধিকাংশ বিহার ও পশ্চিমবঙ্গ থেকে আসা নির্মাণ শ্রমিক বলে জানান তিনি।
সারাবাংলা/এনএইচ