Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


২৯ জুন ২০১৯ ০৩:০৭

সড়ক দুর্ঘটনা

ঢাকা: রাজধানীর খিলগাঁয়ে ট্রাকের ধাক্কায় মুন্না (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মুন্না দক্ষিণ বনশ্রীতে গাড়ির চাকা মেরামতের একটি দোকানের মালিক ছিলেন।

শুক্রবার (২৮ জুন) দিনগত রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পরিচিতরা মুন্নাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

মুন্নার পরিচিত জিহান ইরফান জানান, খিলগাঁও বনশ্রী মেরাদিয়া হাট সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলে থাকা অবস্থায় একটি ট্রাক মুন্নাকে ধাক্কা দেয়। এতে সে আহত হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, মুন্নার দক্ষিণ বনশ্রীতে গাড়ির চাকা মেরামতের একটি দোকান আছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর