অলির ‘মুক্তিমঞ্চ’কে স্বাগত বিএনপির
২৮ জুন ২০১৯ ১৯:০৪ | আপডেট: ২৮ জুন ২০১৯ ২২:১২
ঢাকা: জামায়াতসহ ২০ দলীয় জোটের চারটি দল নিয়ে গঠিত এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ‘জাতীয় মুক্তিমঞ্চ’কে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের যেকোনো রাজনৈতিক কর্মসূচি হাতে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা আছে। গণতন্ত্রের জন্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে যেকোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’
শুক্রবার (২৮ জুন) বিকেলে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন- জামায়াত এখন দেশপ্রেমী শক্তি: অলি
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত দলীয় সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে নিয়ে বিএনপি মহাসচিব শেরে বাংলানগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান। তারা জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বরগুনার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে, অবস্থান প্রতিদিন খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। এ ঘটনা প্রমাণ করে, সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সব ক্ষেত্রে দলীয়করণ করার কারণে, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করার কারণেই এসব ঘটনা ঘটছে।’
এরকম ঘটনা কেন ঘটছে বলে মনে করেন— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এসব হত্যাকাণ্ড বাড়ার কারণ হলো— দেশে আইনের শাসন নেই, জবাবদিহিতামূলক সরকার নেই, জনপ্রতিনিধি নেই, ন্যায় বিচার নেই।’
তিনি বলেন, আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পারছি, গত একদশক ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু নয়, বিচার বিভাগকেও দলীয়করণ করা হয়েছে। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলার অবনতি হবে, হত্যা বাড়বে, ধর্ষণ বাড়বে— এটাই স্বাভাবিক।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. কামাল হোসেন আওয়ামী লীগের পক্ষে খেলেছেন— মোহাম্মদ নাসিমের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এসব পলিটিক্যাল রেটোরিক। এগুলোর উত্তর পাবেন না আমার কাছে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, মাহবুবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ওবায়দুর রহমান চন্দন, শায়রুল কবির খান, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনসহ অন্যরা।
ফাইল ছবি
সারাবাংলা/এজেড/টিআর
কর্নেল (অব.) অলি আহমদ জাতীয় মুক্তমঞ্চ টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল