তদন্তে গিয়ে অভিযুক্তের কোপে এএসআই জখম
২৮ জুন ২০১৯ ১৮:১০ | আপডেট: ২৮ জুন ২০১৯ ১৮:১৮
বরিশাল: অভিযোগ তদন্ত করতে গিয়ে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যদের হামলার শিকার হয়ে গুরুতর যখম হয়েছেন পিরোজপুরের কাউখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার দিকে পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে এ ঘটনা ঘটেছ। এএসআই রফিকুল বরিশালের রুপাতলী এলাকার মৃত রহিম খানের ছেলে।
কাউখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লিখিত একটি অভিযোগ তদন্ত করতে এএসআই রফিকুলসহ দুই পুলিশ সদস্য জয়কুল গ্রামে যান। তারা অভিযুক্ত হায়দার হাওলাদারের বাড়িতে গেলে হায়দার হাওলাদার ও তার স্ত্রী অতর্কিতভাবে এএসআই রফিকুলকে কুপিয়ে জখম করে।
ওসি মো. কামরুজ্জামান জানান, আহত রফিকের দুই হাত ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় হামলাকারীদের গ্রেফতার ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সারাবাংলা/টিআর