Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাপল ছাড়ছেন আইফোনের ডিজাইনার


২৮ জুন ২০১৯ ১৪:৩১ | আপডেট: ২৮ জুন ২০১৯ ১৪:৩৬

প্রথম ছবিতে জোনাথান ইভ, পরের ছবি টিম কুক

জনপ্রিয় প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রধান ডিজাইনার স্যার জোনাথন ইভ দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। তিনি আইম্যাক, আইপড ও আইফোনের মতো দৃষ্টিনন্দন ও প্রশংসনীয় পণ্যের নকশা করেছেন।

শুক্রবার (২৮ জুন) বিবিসির খবরে বলা হয়, ইভ এখন নিজেই কোনো উদ্যোগ নিবেন। চলতি বছরই অ্যাপল থেকে তার অব্যাহতি নেওয়ার কথা রয়েছে।

জোনাথন এ প্রসঙ্গে বলেন, গন্তব্যে পরিবর্তন আনার জন্য এটাই উপযুক্ত সময়।

লাভফর্ম নামে একটি কোম্পানিতে জোনাথন সম্পৃক্ত হবেন বলে জানা গেছে। যদিও এ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

অ্যাপল প্রধান টিম কুক গত তিন দশক ধরে কোম্পানিতে জোনাথন ইভের কাজের প্রশংসা করেছেন। কুক বলেন, অ্যাপলের পুনরুজ্জীবন জোনাথন ইভের অবদান অত্যুক্তি নয়।

জোনাথন ইভ ১৯৯৬ সালে অ্যাপলের ডিজাইন স্টুডিওর প্রধান হিসেবে দায়িত্ব লাভ করেন। সে সময় অ্যাপল ধুঁকছিল। পরবর্তীতে ১৯৯৮ সালে তার ডিজাইন করা আইম্যাক ও ২০০১ সালে আইপড তুমুল জনপ্রিয়তা লাভ করে। ঘুরে দাঁড়ায় অ্যাপল।

সারাবাংলা/ এনএইচ

অ্যাপল আইফোন জোনাথন ইভ