Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে বন্যার আশঙ্কা


২৮ জুন ২০১৯ ১২:৪৭ | আপডেট: ২৮ জুন ২০১৯ ১২:৫০

কুড়িগ্রাম: গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ অবস্থা বজায় থাকলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে জেলার নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। সম্ভাব্য বন্যা মোকাবিলায় বৃহস্পতির (২৭ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ধরলা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ধরলার পানি সেতু পয়েন্টে ৭৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৪ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ৬০ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ৫৯ সেন্টিমিটার, কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বেড়েছে দুধকুমারসহ অন্যান্য নদ-নদীর পানিও।

বিজ্ঞাপন

কুড়িগ্রামের চর সারডোব গ্রামের ধরলা পাড়ের বাসিন্দা মজিবর রহমান জানান, গত দুই দিন থেকে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে নিম্নাঞ্চলের ঘর-বাড়িতে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র পাড়ের বাসিন্দা চরযাত্রাপুরের বাসিন্দা ইয়াকুব আলী জানান, ব্রহ্মপুত্র নদের পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আগামী দু’একদিনের মধ্যেই চরাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়বে।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার জানান, জেলার সবচেয়ে বড় নদ ব্রহ্মপুত্রে যেহেতু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সেহেতু বন্যা হওয়ারও আশঙ্কা রয়েছে।

এদিকে জেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ শাখা সূত্র জানায়, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এনএইচ

কুড়িগ্রাম বন্যা আশঙ্কা