কুষ্টিয়ায় গৃহবধুকে কুপিয়ে হত্যা, সাবেক স্বামী গ্রেফতার
২৮ জুন ২০১৯ ১৩:২৭ | আপডেট: ২৮ জুন ২০১৯ ১৩:৩০
কুষ্টিয়া: কুষ্টিয়ায় সাবিনা ইয়াসমিন (৪০) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে মৃতের সাবেক স্বামী বাদশা আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১১টায় খোকসা উপজেলার হেলালপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
মা’য়ের হত্যার ঘটনায় মৃতের ছেলে বাঁধন হোসেন (১৯) বাদশা আলীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, গত ছয় থেকে সাত বছর আগে তার বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। বৃহস্পতিবার রাতে সাবিনা তার সাবেক স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলে। এরপর রাতের কোন একসময় দুর্বৃত্তরা বাড়িতে এসে সাবিনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ও কাঁথা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাবেক স্বামীসহ আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুতই আসামিদের চিহ্ণিত করা সম্ভব হবে।
সারাবাংলা/ওএম/এনএইচ