বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু
২৮ জুন ২০১৯ ১০:৫৯ | আপডেট: ২৮ জুন ২০১৯ ১১:০৫
বগুড়া: বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের শহরতলীর বুজরুক বাড়িয়ায় ট্রাকের ধাক্কায় আল আমীন ও বিপ্লব হোসেন নামে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২ জন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, বগুড়া থেকে ঢাকাগামী কাঁঠাল বোঝাই একটি ট্রাক ওই স্থানে বিকল হয়ে পরলে সড়কের পাশে থামিয়ে মেরামত করা হচ্ছিল। ওই ট্রাকের সামনে দুইজন দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক পেছন থেকে থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
মৃত আল আমিন বগুড়া শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের সোনা মিয়ার ছেলে আর বিপ্লব হোসেন বগুড়া সদর উপজেলার মনছের আলীর ছেলে।
সারাবাংলা/এনএইচ