মারধরে ‘ক্ষুব্ধ’ গৃহকর্মী কোপালেন গৃহকর্ত্রী ও মেয়েকে
২৭ জুন ২০১৯ ২০:৫৯ | আপডেট: ২৭ জুন ২০১৯ ২২:২৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক বাসায় গৃহকর্ত্রী ও তার মেয়েকে কুপিয়ে আহত করেছে কিশোরী গৃহকর্মী। ‘নির্যাতনে অতীষ্ঠ হয়ে’ ওই গৃহকর্মী এই ঘটনা ঘটিয়েছে বলে তথ্য পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর চকবাজার থানার পার্সিভিল হিলে আনোয়ারা মঞ্জিলে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই ভবনের বাসিন্দারা গৃহকর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
আহত রুনা আক্তার (৩৫) আইনজীবী মইনুল ইসলামের স্ত্রী। রুনা ও তার মেয়ে নাজিদাকে (৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক গৃহকর্মী মুন্নীর (১৫) বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
ঘটনাস্থলে যাওয়া চকবাজার থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) রিয়াজ উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘ওই বাসায় আরও একজন বয়স্ক গৃহপরিচারিকা আছেন। তার কাছ থেকে জানতে পেরেছি, সকালে গৃহকর্মী মুন্নীকে প্রথমে রুনা আক্তার বকা দেন। এরপর মারধর শুরু করলে ক্ষুব্ধ হয়ে মুন্নী দা দিয়ে প্রথমে রুনাকে আঘাত করে। তাকে বাঁচাতে এসে নাজিদাও আহত হয়েছে।’
চিকিৎসকের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান সারাবাংলাকে জানান, রুনার মাথা, কপাল ও পিঠে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, নাজিদার ডান হাতে গুরুতর জখম হয়েছে।
সারাবাংলা/আরডি/টিআর
কিশোরী গৃহকর্মী গৃহকর্ত্রীকে কুপিয়ে আহত গৃহকর্মী গৃহকর্মী নির্যাতন