শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
২৭ জুন ২০১৯ ২২:১৮ | আপডেট: ২৭ জুন ২০১৯ ২৩:৪২
ঢাকা: আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমা দেওয়ার সুবিধার্থে আগামী শনিবার (২৯ জুন) দেশের সব তফসিলী ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব-সাইট সুপারভিশন থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও মহাব্যবস্থাপক জিএম আবুল কালাম গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনিবার দেশের তফসিলী সব ব্যাংকের শাখা খোলা থাকবে। এতে আরও বলা হয়, জেলা পর্যায়ের সকল তফসিলী ব্যাংক এবং উপজেলা পর্যায়ে সোনালী ব্যাংক এদিন খোলা থাকবে।
আগামী ৩০ জুন চলতি অর্থবছরের শেষ দিন। ওইদিন ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হবে। তাই বাজেট পাসের আগের দিন সব ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সারাবাংলা/জিএস/একে