Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত এখন দেশপ্রেমী শক্তি: অলি


২৭ জুন ২০১৯ ২০:০৬ | আপডেট: ২৭ জুন ২০১৯ ২০:১০

ঢাকা: একাত্তরের পরাজিত শক্তি স্বাধীনতাবিরোধী জামায়াতকে দেশপ্রেমী শক্তি হিসেবে আখ্যা দিয়েছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতকে এ আখ্যা দেন তিনি।

এর আগে খালেদা জিয়ার মুক্তিসহ ১৮ দফা দাবি আদায়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘জাতীয় মুক্তিমঞ্চ’ আত্মপ্রকাশের ঘোষণা দেন অলি আহমদ। নতুন এই মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক জামায়াত— এমনটিই দাবি সংশ্লিষ্টদের।

আরও পড়ুন- খালেদার মুক্তির দাবিতে অলির ‘জাতীয় মুক্তিমঞ্চ’

জাতীয় মুক্তিমঞ্চে জামায়াত থাকবে কি না?— এমন প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, ‘দেশপ্রেমী শক্তি যারাই আসতে চায়, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী, তাদের সবাইকে আমরা সঙ্গে নেব। আপনি আমার বক্তব্য নিশ্চই খেয়াল করেছেন।’

তিনি বলেন, ‘জাতিকে বিভক্ত করে দুর্বল লোকেরা। অন্যের কাঁধের ওপর বন্দুক রেখে চালানো ঠিক না। সব সময় অন্যকে দোষ দিয়ে আমি আগাব— এটা ঠিক না ‘

‘১৯৭১ সালের জামায়াত, আর ২০১৯ সালের জামায়াত এক না। তাদের মধ্যে অনেক সংশোধনী এসেছে। তারা নিজেদের মধ্যে বসে সিদ্ধান্ত নিয়েছে, তারা দেশপ্রেমিক শক্তি। সুতরাং তারা নিশ্চই দেশপ্রেমী শক্তি! যারা দেশকে ভালোবাসে, বেগম জিয়াকে মুক্ত করতে চায়, দেশবাসীকে মুক্ত করতে চায়, তাদের সবাইকে আমরা সঙ্গে রাখব। জামায়াতও আমাদের সঙ্গে থাকবে,’— বলেন অলি আহমদ।

আরও পড়ুন- জামায়াতের পৃষ্ঠপোষকতায় খালেদার মুক্তির প্ল্যাটফর্ম শিগগিরই!

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন এই উদ্যোগের পেছন থেকে সব ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে জামায়াত। তবে কৌশলগত কারণে তাদের কোনো শীর্ষ নেতা সংবাদ সম্মেলন মঞ্চে উপস্থিত হননি। কিন্তু দর্শক সারিতে যাদের দেখা গেছে, তাদের অনেকেই জামায়াতের কর্মী-সমর্থক। আর খেলাফত মজলিসের মহাসচিব শিবিরের সাবেক সভাপতি ড. আহমেদ আব্দুল কাদের নিজে না এসে একজন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কর্নেল অলি বলেন, ‘সব ধর্ম ও রাজনৈতিক দলের মতামতের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকব। এ ছাড়াও দেশে বসবাসরত সব ছোট-বড় নৃগোষ্ঠী যেন সমান সুযোগ, সম্মান ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, তা আমরা নিশ্চিত করব। জাতিকে বিভক্ত নয়, বরং ঐক্যবদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য।’

সারাবাংলা/এজেড/টিআর

কর্নেল (অব.) অলি আহমদ কর্নেল অলি জাতীয় মুক্তমঞ্চ জামায়াত টপ নিউজ দেশপ্রেমী