Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অতিরিক্ত রক্তক্ষরণেই রিফাতের মৃত্যু’


২৭ জুন ২০১৯ ১৯:১৮

হামলায় মৃত রিফাত শরীফ

বরিশাল: অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই শাহ নেওয়াজ রিফাত শরীফের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জামিল হোসেন।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টায় রিফাতের মৃতদেহ ময়নাতদন্ত শেষে এ তথ্য জানান তিনি।

অধ্যাপক ডা. জামিল হোসেন বলেন, রিফাত শরীফের গলায়, মাথায়, বুকে ও হাতে ৮টি ধারালো অস্ত্রের কোপ ছিল। এগুলোর মধ্যে বুক, মাথা ও গলার আঘাত ছিল গুরুতর।

তিনি আরও বলেন, গলার আঘাতের কারণে শরীরের গুরুত্বপূর্ণ কয়েকটি রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। রক্তক্ষরণের তীব্রতা এতই বেশি ছিল যা রিফাতকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে রিফাতের ময়নাতদন্ত কার্যক্রম। বেলা সোয়া ১টার দিকে রিফাতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এরআগে বুধবার (২৬ জুন) সকালে স্ত্রীকে কলেজে নিয়ে যান রিফাত শরীফ (২২)। কলেজ থেকে ফেরার পথে  সামনের রাস্তায় প্রকাশ্য রিফাতের ওপর হামলা করে একদল দুর্বৃত্ত। এসময় স্ত্রী আয়েশা তাদের বাধা দিয়েও আটকাতে পারেননি। পরে গুরুতর আহত অবস্থায় রিফাতকে হাসপাতালে নেওয়া হয়। ওইদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান  রিফাত। এ ঘটনায় নিহতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে বৃহস্পতিবার সকালে বরগুনা সদর থানায় ১২জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার ১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সারাবাংলা/এমএইচ

কুপিয়ে হত্যা বরগুনা ময়নাতদন্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর