Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৫ বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থান হবে’


২৭ জুন ২০১৯ ১৭:৫৫

ঢাকা: সরকার আগামী পাঁচ বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) কেন্দ্রে ব্রাক বিশ্ববিদ্যালয় আয়োজিত দু’দিনব্যাপী ‘জাতীয় কর্মসংস্থান মেলা-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি, উন্নয়ন সংস্থাসহ সরকারি ও বেসরকারি প্রায় শতাধিক প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সরকার আগামী পাঁচ বছরে দেড় কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম হাতে নিয়েছে। ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে কমপক্ষে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সরকার আইসিটি সেক্টরে কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রায় সাড়ে তিন লাখ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে। এক্ষেত্রে উদ্যোক্তা সৃষ্টিতে সরকার অর্থেরও যোগান দিয়ে যাচ্ছে। ’

ড. আব্দুল মোমেন বলেন, ‘সরকার যোগ্য ও প্রশিক্ষিতদের কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠাতে চায়। আগামী পাঁচ বছর কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দিতে সরকার প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় করবে। যুবসমাজের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের জন্য এরই মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে বেশকিছু চুক্তি স্বাক্ষর হয়েছে। ’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে, বাংলাদেশের জনগোষ্ঠীর বড় অংশ তরুণ ও কর্মক্ষম। জনসংখ্যার ৪৯ শতাংশের বয়স ২৫ বছরের কম এবং ৭৪ শতাংশ কর্মক্ষম। ভবিষ্যতেও এই জনসংখ্যা আমাদের দেশের জন্য সুফল বয়ে আনবে। ’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভিনসেন্ট চ্যাং। এ সময় বাংলাদেশ অর্থনীতি সমিতির মহাসচিব জামাল উদ্দিন, ব্রাক বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়াসের্র পরিচালক দিলারা আফরোজ খান রুপা, রেজিস্টার লে. কর্ণেল (অব.) মো. ফয়জুল ইসলাম ও এনআরবি জবস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবে এলাহী চৌধুরী প্রমুখ।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

‘জাতীয় কর্মসংস্থান মেলা-২০১৯’ পররাষ্টমন্ত্রী ব্রাক বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর