‘আমার কোল খালি করছে, ওরা আরও দশ মায়ের কোল খালি করবে’
২৭ জুন ২০১৯ ১৮:১৫ | আপডেট: ২৭ জুন ২০১৯ ১৮:১৯
বরুগুনা: বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর বারটায় বরগুনার বুড়িচর ইউনিয়নের লবণগোলা গ্রামে এই প্রতিবেদক যখন পৌঁছান তখন রিফাতের বাড়ি ঘিরে শতো মানুষের ভিড়। বাড়ির বেশ খানিকটা দূর থেকেই কানে আসে স্বজনদের কান্নার রোল। নানা বয়সী মানুষের ভিড় ঠেলে বাড়ির উঠোন পেরিয়ে শোবার ঘর। সেখানে রিফাতের মাকে ঘিরে আছেন নানা বয়সী নারীরা। কিন্তু সবাই নিশ্চুপ।
মানুষে ঠাসা ঘরের খাটে বসে শুধু একটানা আহাজারি করে চলছেন রিফাতের মা- ‘আহারে আমার পোলা, রিফাত কই? আমার একটায় সন্তান। ওরা আমার কোল খালি করছে, আরও দশটা মায়ের কোল খালি করবে। প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই, অগো ফাঁসি চাই।’
রিফাতের মায়ের আহাজারি আর কান্নার রেশ তখন ছড়িয়ে পড়ছে বাড়ির ঘর থেকে উঠোন, উঠোন থেকে পুরো গ্রামজুড়ে। তখনও ছেলের লাশ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পৌঁছেনি। বাবা দুলাল শরীফ ছেলের অপেক্ষায় উদ্ভ্রান্ত চোখে তখন বাড়ির বাইরে দাঁড়িয়ে।
সাংবাদিক পরিচয় দিয়ে টুকটাক তথ্য জানতে চাইলে দুলাল শরীফ বলতে থাকেন- ‘আমার তরতাজা ছেলেটারে মেরে ফেলল ওরা। সব পূর্বপরিকল্পনা ছিল। কলেজে নামতেই কোপাতে শুরু করে। নির্মমভাবে মারছে, কেউ সাহায্যে আগাইতে পারে নাই।
রিফাতের বাবা বলেন, যারা প্রকাশে আমার ছেলেটারে কোপাইছে তারা সবাই সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী। নয়ন -যে নিজের নাম রাখছে নয়ন বন্ড- সে হেরোইন বেঁচে। নয়নের সাথে ছিল রিফাত ফরাজী-সে মাদক বেঁচে আবার ছিনতাইও করে। আরেকজনের নাম জানি নিশান। বাকি দুইজনের নাম জানিনা। ওরা সবাই এলাকার সন্ত্রানী- ওদের সবার দৃষ্টান্তমুলক সাজা চাই- ফাঁসি চাই।’
প্রতিবেশীরা জানান রিফাতের পরিবার বেশ সভ্রান্ত, চাচা সাবেক ইউপি চেয়ারম্যান। পঁচিশ বছর বয়সী রিফাত লেখাপড়া করেছে এইচএসসি পর্যন্ত। টুকটুাক ব্যবসা করার চেষ্টা করছিল। কিছুদিন হলো নয়নরা উৎপাত করছিল বলে স্ত্রীকে নিয়মিত কলেজে পৌঁছে দিতেন রিফাত শরীফ।
উল্লেখ্য, গতকাল বুধবার (২৬ জুন) সকালে স্ত্রীকে কলেজে নিয়ে যান রিফাত শরীফ (২২)। কলেজ থেকে ফেরার পথে সামনের রাস্তায় প্রকাশ্য রিফাতের ওপর হামলা করে একদল দুর্বৃত্ত। এসময় স্ত্রী আয়েশা তাদের বাধা দিয়েও আটকাতে পারেননি। পরে গুরুতর আহত অবস্থায় রিফাতকে হাসপাতালে নেওয়া হয়। ওইদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত।
সারবাংলা/জেডএফ
আরও পড়ুন:
‘প্রাণপণ চেষ্টা করেও স্বামীকে বাঁচাতে পারিনি, খুনিদের ফাঁসি চাই’
বরগুনার ডিসি-এসপির পদক্ষেপ জানতে চান আদালত
বিশ্বজিৎ থেকে রিফাত: বিচারহীনতার দীর্ঘ কালো ছায়া
বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১
প্রকাশ্যে হামলা, স্বামীকে বাঁচাতে পারলেন না স্ত্রী