এলডিপিতে যোগ দিলেন বিএনপি নেতা ইসমাইল হোসেন বেঙ্গল
২৭ জুন ২০১৯ ১৬:২৬ | আপডেট: ২৭ জুন ২০১৯ ১৭:৫৬
ঢাকা: কর্নেল অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়েছেন বিএনপি নেতা ইসমাইল হোসেন বেঙ্গল।
বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাবে এলডিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্নেল অলির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে দলটিতে যোগ দেন তিনি।
ইসমাইল হোসেন বেঙ্গল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বশেষ কাউন্সিলে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হন। এছাড়াও রণাঙ্গনের এই বীরমুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলেরও সদস্য ছিলেন।
সারাবাংলা/এজেড/পিটিএম