Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের নৈতিকতার ‘অভাব’ আছে: দালাই লামা


২৭ জুন ২০১৯ ১৬:১৭

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা জানিয়েছেন,  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈতিকতার ‘অভাব’ রয়েছে। বুধবার (২৬ জুন)  বিবিসি প্রকাশিত এক সাক্ষাৎকারে একথা জানা যায়।

 ট্রাম্পের শাসনকালে যুক্তরাষ্ট্রে নৈতিকতার পরিস্ফুট ঘটেনি উল্লেখ করে দালাই লামা বলেন, ট্রাম্পের সঙ্গে তিনি কোনো সম্পর্কে যেতে চান না।

প্যারিসের জলবায়ু জোট থেকে নিজেদের প্রত্যাহার, অভিবাসী সমস্যা, মেক্সিকো সীমান্তে উত্তেজনা সবকিছুর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের অবস্থানকে ইতিবাচকভাবে দেখতে পারছেন না দালাই লামা।

পুঁজিবাদী বিশ্বের নেতাদের জন্য কিছুদিন আগেও দালাই লামা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। মার্কিন প্রেসিডেন্টরা তার সাক্ষাৎ চেয়ে দীর্ঘ অপেক্ষা করেছেন এমন নজিরও আছে। জর্জ ডাব্লিউ বুশ প্রেসডিন্ট থাকাকালীন দালাই লামা কংগ্রেসনাল গোল্ড মেডেলও পেয়েছিলেন। বারাক ওবামা তার সঙ্গে কয়েকদফা দেখা করেন।

কিন্তু বর্তমান হোয়াইট হাউসের সাথে দালাই লামার সম্পর্ক অন্য সময়ের চেয়ে আলাদা। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে তার কোনো আপত্তি নেই। তারপরও ডোনাল্ড ট্রাম্প তাকে কখনও আমন্ত্রণ জানাননি বলে বিবিসিকে জানিয়েছেন দালাই লামা।

সারাবাংলা/ এনএইচ

 

ডোনাল্ড ট্রাম্প দালাই লামা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর