Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম থেকে অপহৃত কিশোর শ্রীমঙ্গল থেকে উদ্ধার


২৬ জুন ২০১৯ ২১:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম থেকে অপহরণের সাত দিন পর এক কিশোরকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে নগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। এ ঘটনায় মো. কাউছার মিয়া (২৫) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) রাতে মো. নবীন (১৫) নামে এই কিশোরকে উদ্ধারের পর বুধবার (২৬ জুন) সকালে তাকে চট্টগ্রামে আনা হয়েছে। নবীন বায়েজিদ বোস্তামি থানার হিলভিউ আবাসিক এলাকার বেল্লাল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার সারাবাংলাকে জানান, গত ১৮ জুন হিলভিউ আবাসিক এলাকার ১ নম্বর রোড থেকে অপহরণের শিকার হয় নবীন। তাকে সিলেট নিয়ে যাওয়া হয়। পরে কাউছার নামে একজন নবীনের বাবার মোবাইলে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ১৯ জুন রাতে নবীনের বাবা বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা করেন।

‘অপহরণকারীর আস্থা অর্জন করতে বিকাশে পাঁচ হাজার টাকা পাঠানো হয়। এসময় তাদের অবস্থান শ্রীমঙ্গল বলে আমরা নিশ্চিত হই। মঙ্গলবার আমরা সেখানে যাই। আরও টাকা দেওয়ার লোভ দেখানো হয় কাউছারকে। টাকা নিতে এসে সে আমাদের হাতে ধরা পড়ে,’— বলেন পুলিশ পরিদর্শক প্রিটন সরকার।

কাউছার হিলভিউ আবাসিক এলাকায় থাকে এবং রঙমিস্ত্রি হিসেবে কাজ করে বলে জানান প্রিটন সরকার। পূর্বপরিচয়ের সূত্রে নবীনকে ফুসলিয়ে অপহরণের কথাও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/টিআর

অপহরণ উদ্ধার মুক্তিপণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর